
সাইমন :
রাজধানীর মিরপুর প্রেস ক্লাবে (শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং) এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির উদ্যোগে আয়োজিত এই মিটিংয়ে উপস্থিত ছিলেন দৈনিক জন জাগরণ পত্রিকার সকল সদস্যবৃন্দ।
সভায় আলোচনার মূল কেন্দ্র বিন্দু ছিল, আসছে ২০ সেপ্টেম্বরের বিশেষ আয়োজন। মিরপুর প্রেস ক্লাবের সৌজন্যে দৈনিক জন জাগরণ পত্রিকার আয়োজনে দিনটিকে ঘিরে এক বিশাল অনুষ্ঠান আয়োজন করা হবয়ছে। এতে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
জরুরি মিটিংয়ে জানানো হয়, এই আয়োজনে “২৪ গণ-অভ্যুত্থান ও গণতন্ত্র” বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলনের তাৎপর্য এবং গণতান্ত্রিক চেতনাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে।
সভায় বক্তারা বলেন, দেশের ইতিহাসে ২৪ গণ-অভ্যুত্থান ছিল জনগণের সংগ্রামী চেতনার এক অনন্য নিদর্শন। আজকের তরুণ সমাজকে সেই আন্দোলনের চেতনা জানানো এবং তা থেকে শিক্ষা নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা মনে করেন, অতীতের ইতিহাস জানা না থাকলে বর্তমানের সংগ্রাম ও ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা পাওয়া সম্ভব নয়।
এছাড়াও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, অনুষ্ঠানের সফল আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানের দিন গণমাধ্যমে ব্যাপক কভারেজ ও প্রচারণা নিশ্চিত করার জন্য প্রস্তুতি চলছে।
মিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ২০ সেপ্টেম্বরের এই আয়োজনে সর্বস্তরের মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানানো হবে। এটি হবে ইতিহাস, সংস্কৃতি ও গণতন্ত্র রক্ষার এক মিলনমেলা।