
জলঢাকা প্রতিনিধি :
নানান জল্পনা কল্পনা চড়াই উৎরাই এর মধ্য দিয়ে জলঢাকা উপজেলার ৩৬ জুলাই বিজয় মেলার ৩য় দিন শেষে ৪র্থ দিন আজ।গত তিন দিনে খোঁজ নিয়ে জানা গেছে মেলাতে ঘিরে কোন উত্তেজনাকর পরিবেশ নাই।সন্ধ্যা নামতেই মেলার মাঠ কানায় কানায় ভরে যায় দর্শনার্থীদের ভিড়ে। গত ১৬ বছর মেলার নামে যে অনৈতিক অশ্লীল জুয়া গান-বাজনা থেকে বেরিয়ে এসে গান-বাজনা জুয়া লটারি ছাড়াও যে মানুষের বিনোদনের স্বার্থে অনেক বড় মেলার আয়োজন করা যায় সেটা আমরা জলঢাকায় দেখতে পাচ্ছি।মেলা কমিটি মনে করে জলঢাকার সর্বস্তরের মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে এই মেলা থেকে গোটা বাংলাদেশে সুস্থ ধারার সংস্কৃতির বিপ্লব ঘটানো সম্ভব।কয়েকজন মেলার দর্শনার্থীদের সাথে কথা বলে জানা গেছে এই মেলার সামগ্রীক বিষয় নিয়ে তারা খুব খুশি।বহুদিন পরে তার একটা সুস্থ ধারার শালিন বিনোদন পরিবারসহ উপভোগ করতে পারছে।এ মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য আছে নাগরদোলা,হোন্ডা খেলা সহ নানা রকমের দোলনা।কেনাকাটার জন্য রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের ড্রেস বাচ্চাদের খেলনা সহ সংসারের নানা ধরনের জিনিস পত্র।মেলার আইনশৃঙ্খলা কমিটির আহ্বায়ক মোঃ মোহাইমেনুর রহমান -সানা জানাই আপাতত মেলাতে ঘিরে আইনশৃঙ্খলার কোন অবনতি নাই।যদি মেলা কমিটির আহ্বায়ক আন্তরিক হয় তবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে বলে তিনি জানান।যদিও প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি এখনো মেলেনি।মেলা কমিটির শৃঙ্খলা বিভাগের আহবায় মোঃ মোহাইমেনুর রহমান -সানা বলেন আমরা যতটুকু জানতে পেরেছি এই মেলা কে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তদন্ত চালাচ্ছে।যদি তদন্ত রিপোর্ট ভালো হয় হয়তো ৫-৭ দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মিলতে পারে বলে আমরা জানতে পেরেছি।আমরা আশা করি অতি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এই মেলারা অনুমতি পাওয়া যাবে।অন্যথায় প্রশাসনের সহযোগিতা ছাড়া দীর্ঘ ৩৬ দিন মেলা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে।