
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ দেওয়ান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট‑জয়পুরহাট আঞ্চলিক সড়কের মনিপুর নয়াপুকুড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাশ্ববর্তী রামরামপুর (মনিপুর) গ্রামের মৃত মনছের আলী দেওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রশিদ রাস্তা পার হচ্ছিল এমতাবস্থায় দ্রুতগতি একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মাথার বামদিকে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (২৮) গুরত্বর আহত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে পরবর্তী জয়পুরহাট জেলার দূর্গাদহ এলাকার মুকুল হোসেন এর ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান ছিল।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কে নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিয়মিত নজরদারির দাবি জানান।