
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে সাব রেজিস্ট্রার অফিসে তথ্য সংগ্রহ করতে গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি এ,কে সাজু’ র উপর হামলা করা হয়।
এরই প্রতিবাদে ০২ সেপ্টেম্বর সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক মাসুদ সরদার এর সঞ্চালনায় সাংবাদিক নূরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট প্রেসক্লাবের সহ সভাপতি মোসাদ্দেকুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক শাহিনা ইয়াসমিন, সাংবাদিক নূর সাঈদ, পত্নীতলা সাংবাদিক মাহমুদুন্নবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজ থেকে প্রায় ৭ দিন পূর্বে মামলা হলেও প্রধান আসামী সন্ত্রাসী কনোক সারোয়ার গ্রেফতার হয়নি। এসময় বক্তব্য মহাদেবপুর থানা পুলিশ কে ২৪ ঘন্টা সময়ে দিয়ে বলেন , যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে এজহার ভূক্ত সকল আসামীদের গ্রেফতার না করা হয় কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন।