
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক ও ছড়াকার আবু জাফর সাবুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার গাইবান্ধা প্রেসক্লাব প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত এই সাহিত্যিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর স্মরণসভায় আবু জাফর সাবুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, আবু জাফর সাবু ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সাংবাদিক, পাশাপাশি তিনি সাহিত্য অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। ছড়া ও সাহিত্যে তাঁর অবদান গাইবান্ধার সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে।
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা কে এম রেজাউল হক। তিনি বলেন, আবু জাফর সাবু শুধু সাংবাদিকতা নয়, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে গেছেন। তিনি গাইবান্ধা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সবসময় কাজ করেছেন।”
এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা আবু জাফর সাবুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্মরণসভা ও দোয়া মাহফিলে আবু জাফর সাবুর আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।