
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়।
পহেলা সেপ্টম্বর দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শহরের কাচারী বাজার ও পার্ক হয়ে প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পূণরায় দলীয় অফিসে এসে শেষ হয়।
মিছিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন,নির্বাচনের তারিখ যতো ঘনিয়ে আসছে জামায়তের মাথা খারাপ হইছে । তাদের লেলিয়ে দেওয়া গুপ্ত সদস্যরা বিএনপির মধ্যে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য দলীয় কোন্দল সৃষ্টি করছে। জামায়াত ১০ শতাংশ ভোট পাইলে বলব বাপের বেটা।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শহিদুজ্জামান শহীদ,সহ-সহভাপতি মোন্নাফ আলমগীর,শেখ সামাদ আজাদ,যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন,সহ-সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুস সালাম, মাহামুদ প্রমানিক.শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মঞ্জিল মোর্শেদ বাবু, আশাদুজ্জামান নাদিম, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শাহ জালাল খোকন,সদস্য সচিব মামুন,কৃষক দলের আহবায়ক মোস্তাক আহম্মেদ,মৎস্যজীবী দলের আহবায়ক পলাশ, ছাত্রদলের সভাপতি জাকিরিয়া আলম জীম প্রমুখ।