
সাইমন :
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ল্যাপ তোষকের দোকান ও মরিচ ভাঙ্গায় আইসক্রিম তৈরির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতরাত শুক্রবার (৩১ আগস্ট) গভীর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার সাবরেজিস্ট্রার অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা ১০টি মোটর, তোষক তৈরির কাঁচামাল, আইসক্রিম প্রস্তুতকারক যন্ত্রপাতি ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও তীব্র আগুনে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।