
স্টাফ রিপোর্টার :
৩১ আগস্ট ২০২৫ ইং তারিখ সকাল থেকে উচ্ছেদ অভিযান চালায় মিরপুর রাজস্ব সার্কেল (ভূমি) এর কর্মকর্তারা। গৃহায়ন কর্তৃপক্ষ দাবি করে এই সম্পত্তি তাদের, যেখানে জমির পরিমাণ প্রায় সাড়ে ছয় বিঘা।
উচ্ছেদ অভিযানে প্রায় তিন থেকে চারশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, তথ্যসূত্রে জানা যায় ভুমিটি গৃহায়ন কর্তৃপক্ষের অধিগ্রহণের আওতাধীন হওয়ায় এই অভিযান পরিচালনা করেন।
যেখানে চারটি বুলডোজার মেশিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। এখানে দাবিদার মালিকগণ উপস্থিত থাকলে তাদের কাগজপত্র দেখাতে পারে নাই। কর্তৃপক্ষের দাবি তারা নোটিশ দিয়ে আসছে যে অবৈধ স্থাপনা সরানোর জন্য কিন্তু প্রতি কতিপয় দখলদাররা উক্ত জমিতে স্থাপনা করে রাখেন।
খোঁজ নিয়ে জানা যায় এই জায়গাগুলো প্রকৃত মালিকানায় যারা আছেন তারা ভূমিতে যেতে পারেন না, সাগুফতা নিজস্ব জমি বলে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ লোকের কাছে বিক্রয় করে এর ফলশ্রুতিতে নিরীহ মানুষরা কাগজপত্র ঠিক থাকার পরও তাদের জমিতে যেতে চাইলে বাধার সম্মুখীন হতে হয়।
আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা কাজ করে যায়, খোঁজ নিয়ে জানা যায় তাদের কাছে বৈধ কোন কাগজপত্র নেই তারপরও তারা ক্ষমতার জোরে জমিতে অবস্থান নেই। তথ্যসূত্রে জানা জায় সিএস,এস এ দাগ নম্বর ৩১২৪, আর এস দাগ নাম্বার ১০০২১, সিটি দাগ নাম্বার ৩৪৫২১ এ বৈধ মালিক মোঃ সিরাজুল ইসলাম তার নিজস্ব ভূমি দখল করে আছে সাগুফতা, বিষয়টি নিয়ে সাগুফতার মালিকানাধীন ব্যক্তিদের সাথে কয়েক দফা বসলেও তারা জোর করে ভূমিতে অবস্থান নেই, এই ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় বিগত সরকারের আমলে তারা শক্তিধর ব্যাক্তিদের দ্বারা জায়গাটি দখল করেছে, এখনো বিভিন্ন বাহিনীর কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে পুনরায় দখল করে আছে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলেও বিষয়টি সূরাহা হচ্ছে না, তাই বিষয়টি এসিল্যান্ড মহোদয় কে দেখার জন্য ভুক্তভোগীরা দাবি জানায়।