
কৃষক-শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বিএনপি : এস এ জিন্নাহ কবির
সোলায়মান-স্টাফ রির্পোটার :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমার দেশের কৃষক ভাইয়েরা সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম অর্থের অভাবে কিনতে পারে না । ঠিকমতো মাঠে ফসল ফলাতে পারছে না, আর যতটুকু ফসল ফলাচ্ছে তারও ন্যায্য মূল্য পাচ্ছে না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কৃষক ভাইদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপি শুধু কৃষক নয়, শ্রমজীবী ও দেশের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট গোলাপ, সভাপতি কলিয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোস্তাক হোসেন (দিপু), আহবায়ক মানিকগঞ্জ জেলা যুবদল,মো. লোকমান হোসেন, জেলা আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, মো. ফেরদৌস রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি, মীর মানিকুজ্জামান (মানিক), সভাপতি ঘিওর উপজেলা বিএনপি, মো. হোসেন আলী, আহবায়ক শিবালয় উপজেলা যুবদল,আসিফ ইকবাল (রনি), যুগ্ম আহবায়ক মানিকগঞ্জ জেলা যুবদল, মো. রাজা মিয়া (মেম্বার), স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, হাবিব উল্লাহ নোমানী, নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী ওলামা দল, গোলাম মোস্তফা, অর্থ বিষয়ক সম্পাদক ঘিওর থানা বিএনপি, সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কলিয়া ইউনিয়ন বিএনপি, আমির হামজা (পিন্টু), মানিকগঞ্জ জেলা যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা।
এছাড়া ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।