
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
জলঢাকা উপজেলার একটি গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক নারীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ হত্যা এবং টিউবওয়েলে বিষ প্রয়োগের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত মোছা. জেসমিন বেগম (৩৫) জলঢাকা থানায় মামলা নং ৪৭৮/২৫ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেছেন।
জেসমিন বেগম বলেন, “আমার পুকুরে ৪০ বছর ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের কারণে অভিযুক্তরা আমার পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। একই সঙ্গে আমার বাগানে থাকা জাম্বুরা, চাল কুমড়া ও কলাগাছ কেটে ফেলে দেয়, যার মোট আর্থিক ক্ষতি প্রায় ১,২০,০০০ টাকা।”
তিনি আরও জানান, তার কাছে ঘটনার ভিডিও প্রমাণ রয়েছে যা তিনি থানায় জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র (ছুরি, কুড়াল, রাম দা, বল্লম, লাঠি) নিয়ে তার উপর আক্রমণের চেষ্টা করে। তিনি পালিয়ে প্রাণে রক্ষা পান। পালানোর সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় এবং তার টিউবওয়েলে বিষ দেয়ারও হুমকি দেয়।
অভিযুক্ত ব্যক্তিরা:
১. আজিজুল ইসলাম (৪৫)
২. আনিচুর রহমান (৩৮)
৩. হাফিজুল ইসলাম (২৮)
৪. রুবেল ইসলাম (২৮)
৫. ইয়াসিন আলি (২২)
৬. শফিকুল ইসলাম (৩০)
৭. মোছা. সুলতানা (৪০)
৮. মোছা. আঙ্গুর বেগম (৩৫)
৯. রাবেয়া বেগম (৩৪)
১০. মোস্তাকিমা (২৬)
স্থানীয় কয়েকজন সাক্ষী পুলিশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জলঢাকা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এমন হিংসাত্মক ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন