
শহিদ সরকার-গাজীপুর :
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বেলায়েত শেখ ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা দিয়ে ভাইরাল হয়েছিল। সম্প্রতি বাবা-ছেলে একই রকম পোশাক পড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং পড়াশোনা করতেছে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
২৯ আগস্ট শুক্রবার সকল ৯টায় মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা ও আয়েশা অডিটোরিয়ামে, জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে এবং আতিক ও কাওসারের সঞ্চালনায় এসময়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি মাহফুল হাসান হান্নানের অনুষ্ঠান উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান (রোমান), মাওলানা শামীম আহমেদ,ক্বারী সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, মোজাম্মেল হক মন্ডল প্রমুখ।
জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বেলায়েত শেখকে জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশন কতৃক শিক্ষা পদক তুলে দেন অতিথিরা। বেলায়েত শেখ দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর ও গাজীপুর জেলা প্রতিনিধ হিসেবে কর্মরত আছেন।
এসময়, রফিক-রাজু ক্যাডেট একাডেমি সহ কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।