
জলঢাকা প্রতিনিধি :
২০২৪ সালের ১লা জুলাই হইতে ৫ আগস্ট পর্যন্ত মোট ৩৬ দিনের আন্দোলন সংগ্রামে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের পতন হয়।৩৬ দিনের এই আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে জলঢাকা উপজেলায় ৩৬ জুলাই নামে বৃহত্তর পরিসরে একটি কুটির শিল্প মেলার আয়োজন করতে মেলা কমিটি তার কার্যক্রম শুরু করেছে।ধারণা করা হচ্ছে জলঢাকার ইতিহাসে এই মেলাটি হবে ঐতিহাসিক এবং স্মরণীয় একটি মেলা।যার কারণে এখানে ব্যবহৃত হচ্ছে গেট থেকে শুরু করে স্টল পর্যন্ত অত্যাধুনিক সব ডেকোরেট সরঞ্জাম।ইতিমধ্যে মেলার প্রায় ৮০% কাজ সুসম্পন্ন হলেও গতকালকে মেলাকে নিয়ে হঠাৎ একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে মেলা স্থলে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় যদিও এই মানববন্ধনে সাধারণ ছাত্র জনতার তেমন কোনো অংশগ্রহণ ছিল না।মেলা কমিটির পক্ষ থেকে এই মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু জানায় তারা দশটি দোকান এবং ১০ লক্ষ টাকা দাবি করেছে। তা না হলে তারা মেলা করতে দিবে না।মেলার সর্বশেষ পরিস্থিতি এবং গতকালকের এই কতিপয় মানববন্ধন এর বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলন করেছে জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টি সদস্যবৃন্দ।সংবাদ সম্মেলনের শুরুতে জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলার যুগ্ম সমন্বয়কারী মোঃ মোহাইমেনুর রহমান-সানা বলেন আমি ১০০% নিশ্চয়তা দিয়ে বলছি এই মেলায় কোন অনৈতিক লটারি গান বাজনা হবে না।এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এরকম কোন কার্যক্রম এই মেলা থেকে পরিচালিত হবে না।এই মেলা নিয়ে জলঢাকার সর্বসাধারণের জনগণের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে কোন ষড়যন্ত্রকারীর কথায় এই মেলা বন্ধু হবে না।এই মেলার এই হল সাধারণ জনগণের মাঝে শহর থেকে প্রান্তিক অঞ্চলের জুলাই আন্দোলনের ইতিহাস,শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তর্ক বিতর্ক কুইজ প্রতিযোগিতা এবং অতীতে যে মেলার নামে নোংরামি হয়েছে সেসব থেকে বেরিয়ে এসে সুষ্ঠু ধরার বিনোদন উপহার দেওয়া।কাজেই এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে দন্দবাদ বিবাদ নয় আমরা সবাইরে সহযোগিতা কামনা করি।সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার সাবেক যুগ্ম সমন্বয়ক মোঃ আহসান হাবিব রক্সি বলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলায় কোন অনৈতিক কার্যক্রম না করার ঘোষণা দিয়েছি এরপরও যদি মেলা পরিচালিত অবস্থায় কোন অনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হয় আপনারা মেলা বন্ধ করবেন সে ক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো।পরিশেষে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু লিখিত সংবাদ পাঠ করে বলেন বলেন যারা অতীতে মেলার নামে অনৈতিক জুয়া লটারি করেছে সেই কালচার থেকে বেরিয়ে এসে আমরা সুস্থ ধরার একটি মেলা জলঢাকা বাসিকে উপহার দিতে চাই। এক্ষেত্রে আমরা কোন চাঁদাবাজদের হুমকিতে মেলা বন্ধ করব না। পরিশেষে তিনি চাঁদাবাজদের রুখে দিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
ধারণা করা হচ্ছে এই মেলার উদ্বোধন করবেন স্বৈরাচার কত আন্দোলনে সম্মুখ সারী থেকে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক জনাব মোঃ আবু সাঈদ লিওন।