
শহিদ সরকার-গাজীপুর :
গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ৪৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পিলখানা হত্যাকান্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যের উদ্যোগে গাজীপুর সিটি প্রেসক্লাবে এ স্মরণসভা করা হয়।
স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক সুনজর পত্রিকার সম্পাদক মো. হুমায়ুন কবির।জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আয়ত্তে আনা কারো দ্বারা সম্ভব না বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন, আজকে যেকোন দেশের প্রধানমন্ত্রী মারা গেলে, একমিনিটও তাঁর চেয়ার খালি থাকবে না কিন্তু হাজার বছরেও নজরুল ইসলামের মতো আরেকজনের জন্ম হবে বলে মনে হয় না। কারণ নজরুল বা তাঁর মতো গ্রেট ব্যক্তিদের আয়ত্তে আনা আমাদের কারো দ্বারাই সম্ভব নয়।
পিলখানা হত্যাকান্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বায়ক এ্যাড. আব্দুল আজিজের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন দৈনিক কন্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জানে-আলম, নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. মেহেদী হাসান (বিপ্লব), গাজীপুর সিটি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক বাংলাদেশ কন্ঠের গাজীপুর প্রতিনিধি মো. জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সাংবাদিক হেলেনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের এ দেশের মানুষের অন্যতম অনুপ্রেরণা। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ে যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখছেন তারা নজরুলের চেতনার উত্তরসূরি।