
রায়হান শেখ-মোল্লাহাট :
প্রকাশিত প্রতবেদনের প্রেক্ষিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাকে মনিটরিং কার্যক্রম জোরদার করতে দেখা গেছে। সরেজমিনে সার ও কীটনাশক দোকান ঘুরে মনিটরিং চিত্র দেখা যায়।
গত ২৫ আগস্ট সোমবার “মোল্লাহাটে সার সংকট, ফসল উৎপাদন কমার সম্ভাবনা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে উপজেলা কৃষি অফিস বাজার মনিটরিং জোরদার করে। ভুক্তভোগী কৃষক ও অভিযুক্ত ডিলারের সাথে কথা বলা সহ বাজারের অন্যান্য সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করে। বর্তমানে সার পরিস্থিতি সন্তোষজনক এবং কৃষকের পক্ষ থেকে নতুন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার কারণে স্থানীয় কৃষক উপজেলা কৃষি অফিসকে ধন্যবাদ জানায় এবং মনিটরিং এর এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।
মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, সার সেক্টরের মনিটরিং ব্যবস্থা অব্যাহত রয়েছে। তিনি সকল কৃষককে সুষম সার ব্যবহার করার এবং ডিলারদের আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেন।