
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
রূপসায় উপজেলা প্রশাসন,মাধ্যমিক শিক্ষা অফিস ও দূর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সততায় চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা আজ ২৫ আগষ্ট সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী সানজিদা রিক্তা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার-উল-কুদ্দুস।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ খায়রুল আলম খোকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ফরিদ আহম্মেদের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা একাডেমি সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,প্রভাষক মোঃ সিহাব উদ্দীন শেখ,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, শিক্ষক শামসুর রহমান,নৃপেন্দ্রনাথ রায়,পলাশ চন্দ্র রায় শিক্ষার্থী দিশা মজুমদার, স্নেহা,সানজিদুল ইসলাম প্রমূখ।