
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার রূপসায় বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নিজস্ব অর্থায়নে ও জেলা সদস্য সচিব আবু হোসেন বাবুর তত্ত্বাবধানে আলাইপুর বাজার থেকে সেনের বাজার অভিমুখের গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে আলাইপুর বাজার-পালেরহাট বাজার এলাকার এই রাস্তার গর্তগুলো ইট, বালু, সুরকি দিয়ে মেরামত করা হয়।
এ সড়কটির বেহালদশা নিয়ে কয়েকদিন আগে গন্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
পরে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার সড়ক অবশেষে সংস্কার করা হয়েছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়ে যান চলাচল প্রায় অচল হয়ে গেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটে দূর্ঘটনা।
গনমাধ্যমে প্রকাশিত সেই নিউজটি চোখে পড়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রূপসার আজিজুল বারী হেলালের। তাৎক্ষণিক খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুকে রাস্তাটির সংস্কার করার নির্দেশ প্রদান করেন এবং সংস্কারের সম্পূর্ণ ব্যয় নিজস্ব অর্থায়নে করবেন বলে জানান তিনি।
পরবর্তীতে সেই মোতাবেক আজকে রাস্তাটি সংস্কার কার্যক্রম শুরু করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর তত্ত্বাবধানে রূপসা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মল্লিক আব্দুস সালাম, আঃ মালেক, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, বাশির আহমেদ মোল্লা, ফরহাদ হোসেন, মিকাইল বিশ্বাস, জাহিদুর রহমান, মোঃ কুদরত-ই-এলাহী, জাহিদুল ইসলাম রবি, মাহমুদুল হাসান মিঠু, মাঈনুল হাসান, ইয়ামিন সরদার, কামরুল ইসলাম, শামীম হাসান, সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, কবির, মাহমুদ হাসান লোটাস, মোঃ বাবুল শেখ, শ,ম হাসিবুর রহমান, জহুরুল হক, শহিদুল্লাহ বুলবুল লস্কর, আঃ রউফ সিকদার, বিল্লাল মোল্যা, মাফিক সরদার, সাব্বির সরদার, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, সাজ্জাদ; ইবাদুল, ইকবাল, রবিউল, আমিন, আসলাম প্রমূখ।