
জুলফিকার আলী জুয়েল :
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠিকানা’ বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী লায়ন মোঃ নুরুল ইসলাম খান মাসুদ বলেন, “শুরু বাকেরগঞ্জ আমার শেষ বাকেরগঞ্জ , কারণ এই বাকেরগঞ্জ এর মাটিতে শুয়ে আছে আমার পূর্বপুরুষ, বাকেরগঞ্জের মাটি মানুষের সাথে মিশে আছে আমার আমার অস্তিত্ব ভালোবাসা আর আগামীর স্বপ্ন, আর এই বাকেরগঞ্জ এর মানুষগুলোকে নিয়েই হল আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, বাকেরগঞ্জের নিম্নবিত্ত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সব শ্রেণীর পেশার মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক হলেই তারা আপন হয় না রক্তের সম্পর্কের চেয়েও কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্ক কেউ হার মানাতে পারে তেমন সম্পর্ক রয়েছে বাকের গঞ্জে জন্ম নেওয়া প্রতিটি মানুষের সাথে আমার, বাকেরগঞ্জের প্রত্যেকটি বেড়ে ওঠা যুবকের স্বপ্নকে আমার হাত ধরে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি,মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার মূল লক্ষ্য।
সমাজের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগঠন ‘ঠিকানা বাকেরগঞ্জ’ মানবসেবার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, “আগামী দিনে আমি জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সমাজকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।