
মোঃ শামীম শাহরিয়ার :
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাশাইর বাজার শাখার রূপালী ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসাইন ২০২৪ সালের ব্যবসায়িক সকল ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “দেশসেরা ব্যবস্থাপক পুরস্কার” অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে বাশাইর বাজার শাখা দেশব্যাপী মূল্যায়নে চতুর্থ স্থান অধিকার করেছে।
পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ শামীম হোসাইন বলেন, “আলহামদুলিল্লাহ। এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত নয়; বরং রূপালী ব্যাংক পিএলসি, বাশাইর বাজার শাখার সমগ্র কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার অনন্য স্বীকৃতি।”
তিনি আরও বলেন, “সবার দোয়া ও ভালোবাসায় মান্যবর ব্যবস্থাপনা পরিচালক স্যারের হাত থেকে এই সম্মান গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এ মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আমি আন্তরিকভাবে রূপালী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
এই অর্জনে স্থানীয় জনগণ ও ব্যাংক সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মোহাম্মদ শামীম হোসেনের দক্ষ নেতৃত্বে বাশাইর বাজার শাখা ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করবে।