
সুমন খান :
রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে একযোগে ছিনতাইকারী, ও আবাসিক হোটেল টিকেট বিক্রেতা ও সন্দেহভাজন ব্যক্তিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার রাত থেকে ভোর পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোল চক্কর এলাকায় থেকে বিশেষ অভিযান পরিচালনা করেন। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমানে এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার একদল পুলিশ সদস্য এ বিশেষ অভিযানে অংশ নেন।
এবং অভিযানে ৪ জন চিহ্নিত ছিনতাইকারী, ও ২ জন আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা এবং সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা ও পিসিপিআর যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার সৎ এবং সাহসী অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান বলেন, আমি মিরপুর মডেল থানা যোগদান করার পরেই অন্যায়ের সাথে কোন আপোষ করিনি এবং করবোও না। শুধু তাই নয় আমার চোখে সবাই সমান অপরাধকে আমার জিরো টলারেন্স ঘোষণা করছি। কোন অন্যায়কারীদের সাথে আমি কখনো আপোষ করব না সে যেই হোক না কেন সেই দলের হোক না কেন। যতদিন আমি মিরপুর মডেল থানায় নির্দিষ্ট আছি ততদিন পর্যন্তই!
“আমরা মিরপুর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে আছি। চিহ্নিত অপরাধী, ছিনতাইকারী কিংবা কোনো অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।”