
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর উপজেলা প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী আশ্রয় প্রকল্পের গত ইং ১৮/৮/২৫ তারিখে বিড়ালক্ষী আশ্রয় প্রকল্প সমিতির মেয়াদ শেষ হওয়ায় গত ইং ২০/৮/২৫ তারিখে ৫জন আহবায়ক কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক সদস্য :আখতারুজ্জামান লিটল, ইউপি সদস্য ১নং ওয়ার্ড
মোশারফ হোসেন ইউপি সদস্য ২ নং ওয়ার্ড
শহীদুল্লাহ সিদ্দিকী, শিক্ষক মন্ডলী
শরিফুজ্জামান (জুয়েল) শিক্ষক মন্ডলী
আব্দুল আলিম, গ্রাম পুলিশ ১ নং ওয়ার্ড।
প্রকল্পের সকল সদস্যদের সম্মতিকরমে স্বচ্ছ ও নিরপক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিরা হলেন।
মোঃ ফারুক হোসেন( সভাপতি)
মো: জালাল উদ্দিন ( সহ সভাপতি)
মো: নুর আলম ( সাধারণ সম্পাদক)
মো: জাহিদ হোসেন ( সহ সাধারণ সম্পাদক)
মো: হাবিবুল্লাহ (সাংগঠনিক সম্পাদক)
মো: নাদিম হাসান ( ক্যাশিয়ার)
মো : ফারহাদ হেসেন ( ক্রিয়া সম্পাদক)
মো: ইয়াকুব হোসেন ( প্রচার সম্পাদক)
মোছা: রোজিনা খাতুন ( মহিলা সম্পাদিকা)