
সাইমন :
সাভার পৌরসভায় ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি ফাইলের কাজ এগিয়ে নিতে ঘুষ হিসেবে ৫ হাজার টাকা লেনদেনের সময় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা।
ভুক্তভোগীর দাবি, পৌরসভার কর্মকর্তা “রহিজ” চালাকি ও প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিলেও তিনি চুপ ছিলেন। অথচ পরবর্তীতে ঘুষের মাত্র ৫ হাজার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে প্রকাশ্যে হাতাহাতি শুরু হয়।
এমনকি রহিজ উল্টো ভুক্তভোগীর নামে বদনাম ছড়াতে থাকে এবং বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, ঘুষ-দুর্নীতি এখন পৌরসভার বিভিন্ন কার্যক্রমে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সেবাপ্রার্থী নাগরিকরা দুর্নীতির শিকার হলেও অধিকাংশ ক্ষেত্রে ভয়ে মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে পৌরসভার শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি।