
অর্জুন কুমার শীল-নোয়াখালী :
একই দিনে সচিব হলেন নোয়াখালীর তিন কৃতি সন্তান। শিক্ষা, সমাজ কল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেলেন নোয়াখালীর ৩ দক্ষ কর্মকর্তা।
ডঃ মোঃ আবু ইউসুফ সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়, মোঃ আনোয়ার হোসেন সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেহানা পারভীন সচিব শিক্ষা মন্ত্রণালয়।
এই তিনজনের মধ্যে রেহানা পারভিন দেশের প্রথম শিক্ষা সচিব হয়ে ইতিহাস গড়লেন। নোয়াখালী জেলার তিনজন কৃতি সন্তান একই দিনে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে উন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
এই সংবাদে নোয়াখালী সহ সারা দেশে প্রশংসার বন্যা বইছে। দেশের সাধারণ মানুষ আশা প্রকাশ করে বলেন এই তিনজন সচিব সততা ও দক্ষতার সাথে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে সমগ্র দেশেরমুখ উজ্জ্বল করবেন ।