
রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিশকাত সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন মোল্লা, সরদার মেজবাহ উদ্দিন, রাজীব সরদার, আল আমিন সরদার, মফিজ শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা পরশ, উপজেলা যুবদলের নেতা মোল্লা মাসুদসহ বিএনপি, শ্রমিক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম।