
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের নকলা উপজেলায় একযোগে এনসিপির ১৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগী নেতারা অভিযোগ করেন, দলের প্রধান সমন্বয়কারী অযোগ্য, আদর্শিক নন এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এ ধরনের নেতৃত্বে তারা আর কাজ করতে রাজি নন বলেই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয় এবং সাংবাদিকদের হাতে পদত্যাগপত্রের কপি তুলে দেওয়া হয়।
পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন:
মো. মমিনুল ইসলাম আরব,
মনিরুল ইসলাম মনির,
সিরাজুল ইসলাম সোহাগ,
রাশিদুল জামান রাসেল,
জসীম উদ্দীন,
পদত্যাগকারী সদস্যরা হলেন:
মো. দেলোয়ার হোসেন,
সোহেল রানা,
জাহাঙ্গীর আলম,
সোহাগ মোল্লা,
আলামিন মিয়া,
রতন মিয়া,
নাজমুল হাসান,
সুমন মিয়া,
আরিফ মিয়া,
সাদেকুল ইসলাম শান্ত,
উল্লেখ্য, গত ১০ আগস্ট মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী ও ১০ জনকে যুগ্ম সমন্বয়কারীসহ ২১ জনকে সদস্য করে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।