
জলঢাকা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে জলঢাকা সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ এই কর্মসুচির শুভ সূচনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব আলমগীর হোসেন, কৈমারী ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম ভ্যালসা, উপজেলা যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ, মোনাব্বেরুল ইসলাম, ধর্মপাল ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সমস্য সাইফুল ইসলাম, যুব দলের পৌর আহবায়ক শেখ সাদী লাবলু, জিয়া মঞ্চের জেলা সহ সভাপতি বখতিয়ার রানা হিলু ও উপজেলা সদস্য সচিব তুহিনুর রহমান নয়ন প্রমূখ।
আলোচনা শেষে কেক কেটে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।