
জলঢাকা প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আজ বাছাই কৃত নিখুঁত আবেদনকারীদের উপজেলা হলরুমে লটারি অনুষ্ঠিত হয়।
উক্ত লটারি অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন সহ জলঢাকা উপজেলা অফিসার ইনচার্জ সহ খাদ্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সকল আবেদনকারীদের শতশ্রুত অংশ গ্রহনে লটারী পরিচালনা করতে গিয়ে উপজেলা নির্বাহী বলেন স্বৈরাচার সরকারের সময় এই প্রকল্প গুলোকে দলীয় করা হয়েছিল।সেই দলীয় করন থেকে বেড়িয়ে এসে দলীয় প্রভাবমুক্ত থেকে বাছাইকৃতদের নিয়ে লটারির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দিতে পেরে জলঢাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অত্যান্ত খুশি।তিনি বলেন আমরা একটি নতুন বাংলাদেশর প্রত্যাশা করি যে বাংলাদেশ অতীতের মত আর কখনো দলীয়করণ থাকবে না।
প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করার সুযোগ পাবে।খাদ্যবান্ধব নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতাকে সাদুবাদ জানিয়েছে জলঢাকা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাধারণ মানুষ সহ আবেদনকারীগন।জলঢাকার উপজেলার পক্ষ থেকে দলমত নির্বিশেষে আগামীতে ও এমন নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানায়।