
তারেক আল-আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি :
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি। আর মারব না জাটকা, ইলিশ খাব টাটকা। এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য রেলি ও উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা রেহানা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন বিপ্লব।
উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ তারেক আল আমিন।
সভায় বক্তারা বলেন বাংলাদেশের মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তাই মৎস্য খামারী দের আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষে উৎসাহিত করতে হবে।
এসময় মৎস্য খাতে বিশেষ ভূমিকা রাখায় মৎস্যজীবী জিয়া উদ্দিন কে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে উপজেলা পরিষদ পুকুরের খাচায় মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জনাবা রেহানা আক্তার মাছের পোনা অবমুক্ত করেন।