
সাইমন :
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন করে ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং অযথা ভোগান্তি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, অকারণে কিংবা বিভিন্ন কাজে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আসার কারণে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে একদিকে প্রতিষ্ঠানের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে, অন্যদিকে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
নির্দেশনায় উল্লেখিত কাজসমূহ অনলাইনে বা ডকেটের মাধ্যমে পাঠানোর নির্দেশ:
১. এমপিওভুক্তকরণ
২. এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান
৩. উচ্চতর স্কেল প্রদান
৪. পদোন্নতি
৫. মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন
৬. এমপিও শিটে নাম সংযোজন
৭. পদবি ও বিষয় সংশোধন
৮. জন্ম-তারিখ সংশোধন
৯. বকেয়া প্রদান
১০. প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন
১১. ইনডেক্স প্রদান
১২. ইনডেক্স কাটা
এই সব কাজ প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইন বা সরাসরি ডকেটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
জরুরি নির্দেশনা:
কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।
প্রতিষ্ঠানপ্রধান বা শিক্ষক-কর্মচারীদের যদি কোনো প্রয়োজনে অধিদপ্তরে যেতেই হয়, তবে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বিষয়টি যাচাই করবেন।
নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর ১৮.১ (খ) ও (গ) ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে এই নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং নিয়ম ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।