
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৩) এর মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, কোনাবাড়ী থানার মামলা নং-১২, তাং-১২/০২/২০২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারার এজাহারনামীয় আসামি শামীম (২৩), পিতা- নজরুল ইসলাম, মাতা- আমেনা বেগম, গ্রাম- আমরাইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা। মামলার ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, ইংরেজি ১৭ আগস্ট ২০২৫ তারিখে কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।