
সুমন খান :
গণতন্ত্রের জননী, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শাহআলীতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
প্রধান বক্তা ছিলেন এবি এম রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম কায়সার পাপ্পু, আহ্বায়ক শাহআলী থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।এছাড়া বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন:গাজী রিয়াজুল হোসেন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আবুল হোসেন আব্দুল, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি,
সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস, যুগ্ম আহ্বায়ক, শাহআলী থানা বিএনপি
সামসুল কবির, যুগ্ম আহ্বায়ক, শাহআলী থানা বিএনপি আজাদ উল্লাহ আযম, যুগ্ম আহ্বায়ক, শাহআলী থানা বিএনপি আফসার আলম খান সেলিম, সভাপতি, ৮৩নং ওয়ার্ড বিএনপি, শাহআলী থানা জাকির হোসেন মোহাম্মদ জয়নাল, সহকারী মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আলমগীর হোসেন, বিএনপি নেতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাফেজ সাইফুর রহমান লিটন, সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপি, শাহআলী থানা, ঢাকা মহানগর উত্তর।
সঞ্চালনায় ছিলেন সোলায়মান দেওয়ান, যুগ্ম আহ্বায়ক, শাহআলী থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন—
“গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের জাতীয় প্রার্থনা।”
“বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্বই পারে এ দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শেষে অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
আয়োজনে: ৮নং ওয়ার্ড বিএনপি, শাহআলী থানা, ঢাকা মহানগর উত্তর।