
সাইমন :
দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মিরপুর প্রেস ক্লাব।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যা ও হামলার এসব ঘটনা গোটা গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অপরাধীরা যেন কোনোভাবেই আইনের বাইরে থাকতে না পারে—সে বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
খান সেলিম রহমান তার বক্তব্যে বলেন, “একজন সাংবাদিক সত্য প্রকাশের দায়ে প্রাণ দিয়েছেন, আরেকজনকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে পুলিশের সামনেই ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত করা হয়েছে—এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে।”
দৈনিক জন জাগরণ পত্রিকার সম্পাদক ও মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ মোঃ শিহাব উদ্দিন বক্তব্যে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এস. জয়, দৈনিক জন জাগরণ পত্রিকার সহ-সম্পাদক রফিকুল ইসলাম জাকির, দৈনিক জন জাগরণ পত্রিকার ক্রাইম রিপোর্টার মো: রিপন আহমেদ, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক জাকির হোসেন মোল্লা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মুন্না, বিনোদন বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ তপু ও সাংবাদিক রাকিব সোহান।
এছাড়া মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। হাতে থাকা ফেস্টুন ও প্ল্যাকার্ডে লেখা ছিল “সাংবাদিক নির্যাতন বন্ধ করো”, “তুহিন হত্যার বিচার চাই”, “গণমাধ্যমের কণ্ঠরোধ চলবে না” এবং “হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও”।
বক্তারা হুঁশিয়ারি দেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত না করা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে।