
মো: আরমান কাজী :
ডেস্ক রিপোর্ট: ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক ও চাঁদাবাজি বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঝোপাড়া ক্লাব মাঠে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য এবং শহর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল।
সভাপতির বক্তব্যে শওকত হাসান বুলবুল বলেন, “আমাদের সমাজ আজ মাদক ও চাঁদাবাজির মতো ব্যাধিতে জর্জরিত। আমরা যদি একটি সুস্থ সমাজ গড়তে চাই, তাহলে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বিএনপি সব সময় সমাজের এই কালো দিকগুলোর বিরুদ্ধে সোচ্চার। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী মাদক ও চাঁদাবাজি থেকে দূরে থাকবে এবং অন্যদেরও সচেতন করবে।”
তিনি আরও বলেন, “দলের মধ্যে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে হবে। জেলা বিএনপিও দেওয়া প্রেসক্লাব অভিযোগ বক্সে অভিযোগ জমা দিলে আমরা তা গুরুত্ব সহকারে দেখবো। এতে দলের শৃঙ্খলা বজায় থাকবে এবং অভিযোগগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব খান খোকন। তিনি তার বক্তব্যে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত ওসমান মিষ্টি, সিনিয়র সহ-সভাপতি সোহেল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্না ও মোহাম্মদ রাজিব শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসেন।
সমাবেশটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা এবং ১১ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক নিয়ামত উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুলাম হোসেন এবং রিপন, হিরা, আমিনুর, আকবর সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা অপরিহার্য। এই বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং এই দুটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশ শেষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়।