
বদিউজ্জামান-জলঢাকা :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সম্মান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যাডভোকেট আল মামুন রাসেল। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন,
ফাঁকা ফুটবলকে সবাই লাথি মারে, কিন্তু পাথরকে কেউ লাথি মারতে পারে না। জীবনে ফাঁপা ফুটবল না হয়ে তই হও, তাহলে সফলতা তোমার দরজায় কড়া নাড়বে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম কামারুজ্জামান
নায়েবে আমির জলঢাকা উপজেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেনতার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর।
সঞ্চালনা করেন রেজাউল করিম সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে কলম, চাবির রিং, ইসলামী বই সহ বিভিন্ন মূল্যবান উপহার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই সংবর্ধনা কেবল সাফল্যের স্বীকৃতি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ, ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার একটি উদ্যোগ।