
জুলফিকার আলী জুয়েল :
অসুস্থ স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াল মৌচাক পপুলার হাসপাতাল গাজীপুরের মৌচাক এলাকায় আজ ৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান চালায় সামাজিক সংগঠন ‘পরিপূর্ণ বাংলাদেশ স্বপ্ন’। সংগঠনটির প্রায় ৩০০ সদস্য থাকলেও আজকের অভিযানে অংশ নেন আনুমানিক ২০-৩০ জন স্বেচ্ছাসেবক।
সবুজ ইউনিফর্ম পরিহিত নারী-পুরুষ সদস্যরা সড়কের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। মৌচাক এলাকার প্রধান সড়কে এই পরিচ্ছন্নতা কর্মসূচি স্থানীয়দের দৃষ্টি কাড়ে এবং প্রশংসিত হয়।
কর্মসূচির একপর্যায়ে কয়েকজন স্বেচ্ছাসেবক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় মৌচাক পপুলার হাসপাতাল, যারা অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
স্থানীয়দের মতে, ‘পরিপূর্ণ বাংলাদেশ স্বপ্ন’ নিয়মিত এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা গাজীপুরের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জনসচেতনতা এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।