
অর্জুন কুমার শীল-নোয়াখালী :
নোয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা।এই ঝুলন যাত্রা উপলক্ষে চলছে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞা অনুষ্ঠান।
কলিকালে ত্রিতাপ পৃথিবীতে নাম যজ্ঞ ভিন্ন জীবের মুক্তির অন্য কোন পথ নেই তাই এই হরির নাম যজ্ঞের আয়োজন করেছে বলাইচাঁদ গোস্বামীর আখড়া।
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর গ্রামে প্রতিবছর এই ঝুলন যাত্রা উপলক্ষে নাম যজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ৭ই আগস্ট সকালে ঠাকুরের রাজবেশ ব্রহ্ম মুহূর্তেশ্রী শ্রী নাম যজ্ঞ শুরু, মধ্যাহ্নে ভোগরাগ ও প্রসাদ বিতরণ।
৮ তারিখ সকালে ঠাকুরের মোহিনিব্যাস প্রসাদ বিতরণ ও অহোরাত্র নাম যজ্ঞ। নয় তারিখ অহোরাত্র নাম যজ্ঞ মধ্যাহ্নে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ দশ তারিখ রাতে রাতে সকালের প্রাতে শ্রীশ্রী নাম যজ্ঞ ও উৎসব সমাপন।
সমাপনান্তে মন্দির পরিক্রমা ও ব্রজদুলা গ্রহণ।