
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুরে ৭ আগষ্ট বৃহস্পতিবার আবদুল হাই ভূইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
আব্দুল হাই ভূইয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সদস্য (সিপিবি’ আমেরিকা) ইয়াসিন ভূঁইয়ার সভাপতিত্বে।
উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ।
এছাড়াও ওক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সিপন মিয়া, নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ওয়াদুদ হোসেন এবং ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
সাংবাদিক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।