
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা জেলার কয়রা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। গ্রেফতার রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মধ্য বিলপাড়া এলাকার বাসিন্দা এবং মো. সিরাজুল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য, বেশ কিছুদিন ধরে রিয়াজুল ওই দুই শিশুকে খাবার ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে একাকী বাসায় নেওয়ার চেষ্টা করছিল। সোমবার বিকেল চারটার দিকে সে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে এই জঘন্য কাজ করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুরা বাড়ি ফিরে এলে রক্তক্ষরণ দেখে তাদের পরিবার বিষয়টি জানতে পারে এবং তাৎক্ষণিকভাবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম ইমদাদুল হক জানান, ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।