
সাইমন :
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঘোষণা পাঠ করবেন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের দলিল হিসেবে পরিচিত এই “জুলাই ঘোষণাপত্র” বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ ও সম্মতিতে প্রস্তুত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘোষণাপত্রটির রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়েও দলগুলোর ঐকমত্য রয়েছে।
ঘোষণাপত্রের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া খসড়া অনুযায়ী, ঘোষণাপত্রে মোট ২৬টি দফা রয়েছে। প্রথম ২১টি দফায় মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে।
দিনব্যাপী আয়োজন মানিক মিয়া অ্যাভিনিউতে
এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে মুখর থাকবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে “৩৬ জুলাই উদ্যাপন” শীর্ষক অনুষ্ঠানে থাকছে গান, নাটক ও ড্রোন শো।
অনুষ্ঠান সূচি অনুযায়ী—
সকাল ১১টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা
বেলা ২টা ২৫ মিনিটে উদযাপন হবে ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ
বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিবেশিত হবে বিশেষ ড্রোন ড্রামা
শেষপর্বে আর্টসেল পরিবেশন করবে গান
অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আয়োজনে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।