
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
বাগেরহাট বাস-মিনিবাস, কোচ মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শনিবার ২ আগস্ট, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লিয়াকত সরদার, সাধারণ সম্পাদক পদে ফকির শহিদুল ইসলাম, দীর্ঘ ২০ বছর পরে নির্বাচন পেয়ে কর্মকর্তা এবং সাধারণ মালিকরা ছিল উজ্জীবিত। গত দিন শনিবার ১০থেকে বিকাল ৪টা প্রর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি, সাধারণ সম্পাদক, সহ- সাধারণ সম্পাদক ও লাইন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট বাস মালিক সমিতির ১৬৫ সম্মানিত ভোটারদের মধ্যে ১৬১ জন প্রদক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি পদে মো : জিয়াউদ্দিন শেখ (জিয়াম), সহ-সভাপতি শহিদুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক পদে ফকির শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক মোড়ল, লাইন সম্পাদক পদে যথাক্রমে মো: জসিম মোড়ল, মো: মাহমুদ হোসেন মিনা, মো:নাসিম আহমেদ শাকিল প্রদক্ষ ভোটে বিজয়ী হন৷ পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা মূলক প্রার্থী না থাকায়, সরদার লিয়াকত আলী সভাপতি নির্বাচিত হন।
একইভাবে সহ-সভাপতি পদে শাহজান মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছি এখন থেকে সড়কে নিয়ম বহির্ভূত বিআরটিসি বাস এবং বিভিন্ন পরিবহন ব্যানারের ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মালিকদের পক্ষে কাজ করবেন।