
সাইমন :
রাজধানীতে আজ (রোববার, ৩ আগস্ট) সকাল থেকেই তীব্র যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন, ধীরগতির ট্রাফিক এবং ভোগান্তিতে পড়া হাজারো মানুষ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ও এনসিপির আলাদা দুটি বড় সমাবেশ রাজধানীতে আয়োজন করায় এই যানজটের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ছাত্রদল শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে, আর এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করেছে। একইসঙ্গে সাইমুম শিল্পী গোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ আয়োজনেও মানুষ ভিড় করেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এমনিতেই নগরবাসীর চলাচল ছিল বেশি। তার উপর এইচএসসি ও বিসিএস পরীক্ষাও আজ শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, বাংলামোটর, মিরপুর রোড, নিউমার্কেট, পলাশী, জিগাতলা, মোহাম্মদপুর, উত্তরা, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় গাড়ির চাপ তীব্রভাবে বেড়েছে। গণপরিবহনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বাসস্টপে যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি ও হতাশা প্রকাশ করতে দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমাবেশগুলোর কারণে শাহবাগ, শহীদ মিনার, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে এবং ডাইভারশন রুট ব্যবহার করতে হবে।
শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের সুবিধার্থে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
নগরবাসী আশা করছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে এমন দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।