
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কিশোরগাড়ি গ্রামের মোঃ জালিম মিয়া ওরফে ইদমে সাঈদ এর পুত্র শহীদ শাকিনুর রহমান।
১ আগস্ট ২০২৫ ইং শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ শাকিনুর রহমানের আত্মার শান্তির জন্য তার নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের মাধ্যমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় কিশোরগাড়ি গ্রামের এলাকাবাসী সুলতানপুর স্কুল হতে শহীদ শাকিনুর রহমানের পারিবারিক কবরস্থান পর্যন্ত ভাঙ্গা কাঁচা রাস্তাটি পাকা ও তা জুলাই শহীদ শাকিনুর রহমানের নামকরণের জোর দাবী জানান।
এ সময় এলাকাবাসীর পক্ষে কথা বলেন জুলাই শহীদ শাকিনুর রহমানের পিতা-মোঃ জালিম মিয়া ওরফে ইদমে সাঈদ ও ভাই-মোঃ আদম আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শহীদ আব্দুল্লাহ আল তাহরীর পিতা-মোঃ আব্দুর রহমান।
শহীদ মিরাজের মাতা-মোছাম্মৎ আম্বিয়া খাতুন।
আরো উপস্থিত ছিলেন-
পলাশবাড়ী উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক-মোঃ আবু আল মওদুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
১ নং কিশোরগাড়ি ইউনিয়নের বিএনপি’র সভাপতি-মোঃ মোস্তাক আহমেদ সহ অনেকেই।