
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মৌচাক ইউনিয়নের স্থানীয় এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতা ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচাক ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শাহরিয়ার সাবীর। তিনি বলেন, “দলের প্রতিটি কর্মী ও সমর্থককে এখনই একতাবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় হতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারলেই আগামী দিনের রাজনৈতিক লড়াই সফল হবে।”
তিনি আরও বলেন,
“আজকের এই কর্মী সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেবের উপস্থিতি আমাদের সকলের জন্যই উৎসাহব্যঞ্জক ও প্রেরণার উৎস। মৌচাক ইউনিয়নের একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক কালিয়াকৈর গড়ার জন্য ইশরাক আহমেদ সিদ্দিকীর বিকল্প নেই। দলীয় কোন্দল ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর নেতৃত্বে কাজ করে যেতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।”
এছাড়াও কর্মী সভায় বক্তব্য রাখেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মৌচাক ইউনিয়ন বিএনপির শাহিদ সিদ্দিক। আলোচনা সভায় তিনি বলেন,
“মৌচাক ইউনিয়ন বিএনপি অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। আজকের এই কর্মী সভা প্রমাণ করে দেয়, নেতাকর্মীদের মধ্যে এখনও আগ্রহ ও আস্থা রয়েছে দলের প্রতি। এই আস্থা ও ঐক্যই আমাদের মূল শক্তি।”