
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
বাগেরহাটের মোল্লাহাটের আস্তাইল খাঁ পাড়া বিলাসবহুল তুজাম মহল গড়ে ওঠার কারণে ঐ এলাকার অন্তত ৩০ টি পরিবার পানি বন্দি হয়ে, মানবতার জীবন যাপন করছে। সেখানে গিয়ে সরজমিনে দেখতে পাওয়া যায়, ঐ এলাকায় পূর্বে যে সমস্ত জায়গায় কালভার্ট দেওয়া হয়েছিল, সে সমস্ত জায়গায় কালভার্টের সামনে পুকুরে বালু ভরার কারণে কালভার্ট গুলো এখন অকেজো অবস্থায় আছে এবং সে কারণে ওই এলাকার বাড়িগুলো এবং চলাচলের রাস্তা এখন পানি ভরাট হয়ে আছে এবং এ বিষয়ে এনামুল খাঁ(৪৫)পিতা মৃত ওহাব খাঁ গ্রাম আস্তাইল খাঁ পাড়া মোল্লাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সেখানে উল্লেখ করা হয় উল্লেখ করা হয় বিবাদী (১) তুজাম খান( ৪৫) মন্টু খান (৩৮) জামিল খান (৩২) সর্ব পিতা ছত্তার খান, সর্ব আস্তাইল খাঁ পাড়া,থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট। উল্লেখিত বিবাদী, তাহার বসত বাড়িতে অনেক উঁচু করিয়া বালু ফেলিয়া,বিল্ডিং নির্মাণ করার কারণে, ঐ এলাকার বৃষ্টির পানি,বের হইতে না পারিয়া, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার উপক্রমসহ,চলাচলের রাস্তা পানির নিচে ডুবে গেছে ঐ এলাকার আনুমানিক ৩০টি পরিবারের লোকজন মিলে বিবাদীর কাছে অভিযোগ জানালে বিবাদি। তা আমলে না নিয়ে,তাহার কাজ সে চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মুঠো ফোনে ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য চান মিয়ার কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ বিষয়ে এলাকাবাসী তার কাছে অভিযোগ জানিয়েছেন এবং তিনি বিষয়টা সমাধানের চেষ্টা করছেন।
এ বিষয়ে বিবাদী তোজাম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ও তা তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো জানান, এই পানিবন্দি থাকার কারণে আমাদের রান্নাবান্না করতে সমস্যা হচ্ছে এবং টয়লেট গুলো পানির নিচে তলিয়ে গেছে,গৃহপালিত পশু গরু, ছাগল হাঁস -মুরগি নিয়ে চরম সমস্যা আছি এবং তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত আছেন।
যেকোনো সময় পানির ভিতর পড়ে ঘটতে পারে দুর্ঘটনা।আমরা দ্রুত এর সমাধান চাই এবং প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন এর থেকে পরিত্রাণ পাই।