
নাজমুল আহসান-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর এলাকার একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী একেএম ফজলুল হক মিলন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—আগামী ৫ আগস্ট গাজীপুর জেলার সকল উপজেলা পর্যায়ে এবং ৬ আগস্ট জেলা পর্যায়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের নানা ‘অপকর্ম ও দুর্নীতির’ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয় সভায়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এফ. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিভিন্ন উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য, ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।