
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান থানা, বনানী থানা, ক্যান্টনমেন্ট থানা, ভাষানটেক থানার (জোন-৪) টিম প্রধান ১ম যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এর উপস্থিতিতে ক্যান্টনমেন্ট থানা, ভাষানটেক থানার ওয়ার্ড নং-১৫, ৯৫. কার্যক্রম অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির (সাবেক) সহ-সভাপতি ও ঢাকা মহানগর (উত্তর) দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও আলহাজ্ব মোঃ জামির হোসেন।
কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর (উত্তর) যুগ্ম-আহবায়ক এবিএমএ আব্দুর রাজ্জাক ও বিএনপি নেতা কামাল জামান মোল্লা, ঢাকা মহানগর (উত্তর) সদস্য মো: শফিকুল ইসলাম শাহিন. মো: ফারুক হোসাইন. মো: মাহবুবুর রহমান .হান্নানুর রহমান ভূঁইয়া মোঃ মিজানুর রহমান বাচ্চু.ভাষানটেক থানার আহবায়ক:-মোঃ কাদির মাহমুদ। যুগ্ম- আহবায়ক:-রেজা নুর সেলিম(সেলিম রেজা) ক্যান্টনমেন্ট থানা যুগ্ম-আহবায়ক:-আব্দুর রশিদ বাবুল.মিয়াজ উদ্দিন.ওয়ার্ড নং-১৫.সভাপতি:-মোঃ তোফাজ্জল হোসেন বাবু.সাধারণ সম্পাদক:-মোঃ জাহিদ হাসান রনি.ওয়ার্ড নং-৯৫. সভাপতি:-মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক:-মোঃ গিয়াস উদ্দীন ফরাজী.ওয়ার্ড নং-(ক: বোর্ড) সভাপতি:-মোঃ জিয়াউর রহমান.যুগ্ম-সাধারণ সম্পাদক:-মোঃ আরসাদুল আলম টিটু প্রমুখ।