
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
“বিষয়ভিত্তিক শিক্ষা, সরকারি বেসরকারি সকল শিক্ষার্থীর অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
তারা দাবি করেন, সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি ও বেসরকারি সকল শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত না হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বাড়বে।
মানববন্ধনে “ভানারা রেসিডেনশিয়াল মডেল হাই স্কুল”-এর শিক্ষার্থীরা অংশ নেন। ব্যানারে উল্লেখ করা হয় যে, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং তা সবধরনের শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানেরাও পরিশ্রম করে, তারাও মেধাবী। শুধু স্কুলের ধরন অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা কখনোই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সরকার বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সীমাবদ্ধতা আরোপ করেছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।