
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছের ঘের প্লাবিত।বেশির ভাগ সব্জি নষ্ট হয়ে গেছে।কৃষক ক্ষতিগ্রস্থ।
আমাদের পূর্বাভাস অনুযায়ী রাত থেকে মূলত উপকূলীয় স্থানগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। সব থেকে বেশি বৃষ্টিপাত হতে দেখা যায় বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের পশ্চিমাংশে (চট্রগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী ও আশেপাশে)।
তাছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ভারী এবং কিছু কিছু জায়গায় অতি ভারী এবং অল্প কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে দেখা যায়।
আজ সন্ধ্যা বা রাত থেকে উপকূলীয় স্থানগুলোতে আরো বৃষ্টিপাত প্রসারিত হতে পারে এবং আগামীকাল পর্যন্ত সর্বোচ্চ মাত্রা থাকতে পারে।
এইদিকে ৩১ তারিখ থেকে মাত্রা কমে আসতে থাকবে এবং ক্রমানুসারে মধ্যাঞ্চল হয়ে উত্তরাঞ্চলে ধাবিত হবে।
উত্তরাঞ্চলে শুরু হওয়ার পর সেখানে অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী এবং অনেক জায়গায় ভারী এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত আগামী ১০ তারিখ পর্যন্ত কমবেশি চলা এই বৃষ্টিপাতের ৩/৪ দিন মূলত মাঝারি এবং ২ থেকে ৩ দিন ভারী এবং ২ দিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া অন্যান্য দিনগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে।
বিঃদ্রঃ ইতিমধ্যেই উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তাছাড়া আগামীতে উত্তর অঞ্চলে মূলত মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে এবং তার সাথে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায়, উজান থেকে পানি নদ নদীর মাধ্যমে প্রবাহ হয়ে নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকছি বা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এই বিষয়ে বিস্তারিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা সতর্ক করুন কেন্দ্রের পূর্বাভাস দেখার ও তাদের সতর্কতা অবলম্বন করার জন্য আহবান করা হচ্ছে।