
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদী তীরে অবস্থিত পাকুটিয়া জমিদার বাড়ি। নান্দনিক শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান হয়ে অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় অতীত। তথ্য মতে জানা যায়, প্রায় ১৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়িটি টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এবং মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে আজও দাঁড়িয়ে আছে সুন্দর কারুকার্য খচিত অট্টালিকা, পুরোনো নাটমন্দির, দীঘি ও কূপ যা এক সময়ের জমিদারি জীবনের নীরব সাক্ষ্য বহন করে চলেছে।
ঊনবিংশ শতাব্দীর শুরুতে তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সঙ্গে মেইল স্টিমার ও যাত্রীবাহী নৌযোগে নাগরপুরের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই কলকাতা থেকে আগত ধনাঢ্য ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা এখানে জমিদারি শুরু করেন। ১৯১৫ সালে নির্মিত হয়, পরপর তিনটি বিশাল অট্টালিকা একই নকশায়, পাশ্চাত্য শিল্পের প্রভাবে। জমিদার বাড়িটি পরিচিত ছিল ‘তিন তরফ’ বা ‘তিন মহলা’ নামে।
প্রতিটি অট্টালিকার সামনের বারান্দায় দুটি পূর্ণাঙ্গ সুন্দরী নারী মূর্তি, রেলিংয়ের কার্নিশে সারি সারি ক্ষুদ্র নারী মূর্তি এবং লতাপাতা, ফুলের অলংকরণে মণ্ডিত নকশা, সবই চমৎকার শৈল্পিক ছোঁয়া বহন করে। এই জমিদাররা তাদের প্রজাদের জুতা পায়ে বা মাথায় ছাতা নিয়ে বাড়ির সামনে দিয়ে চলাচলে নিষেধ করতেন। এ থেকেই বোঝা যায়, সে সময়কার আভিজাত্যের পরিমাণ।
জমিদার বাড়ির প্রবেশ মুখেই রয়েছে একটি পুরোনো মন্দির, যা এককালে দুর্গাপূজার প্রতিমা নির্মাণে বিখ্যাত ছিল। ভারত বর্ষের খ্যাতনামা কারিগররা শরৎকালে এখানে প্রতিমা তৈরি করতেন। এখন সেখানে ইট খসে পড়ছে, নকশা গুলো ঝুঁকিতে।