
দেবাশীষ রায় :
সোমবার বিকেলে ধানমন্ডির রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষা বৃত্তির ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এর সভাপতিত্বে ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মামুন এর সার্বিক তত্ত্বাবধায়নে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা: ফরহাদ হালিম ডোনার, বিশেষ অতিথি ছিলেন , সেচ্ছাসেবক দলের সাবেক এজিএস রফিকুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ডঃ শাহ মোহাম্মদ আমানুল্লাহ,কৃষিবীদ শামীমুর রহমান,বেঙ্গল এয়ার লিফ্ট গ্রুপের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান ও স্বাগত বক্তব্য রাখেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার অসিম বলেন,জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি মানবিক ফাউন্ডেশন, জিয়াউর রহমান তিনি শুধু বিএনপির নয় তিনি সমগ্র বাংলাদেশের নেতা ছিলেন তিনি দেশের মানুষের কথা সবসময় ভাবতেন তারই প্রেক্ষিতে তার সুযোগ্য পুত্র তারেক রহমান দেশের ক্রান্তি লগ্নে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন দ্বারা সব সময় মানবিক কাজগুলো করে যাচ্ছেন।
সভা শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।