
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
নীলফামারীর জলঢাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলা গাড়ি এলাকায় সরকারি আইডি করা চলাচলের রাস্তা দখল করে ইউকালিপ্টাস গাছ লাগানোর ঘটনায় এবং এলাকাবাসীর ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টায় বগুলা গাড়ি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী। এতে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো: মোফাজ্জল হোসেন ও মো: মুনাজ্জাল হোসেন মিলে বছরের পর বছর এলাকার জনগণের চলাচলের একমাত্র সরকারি রাস্তাটি দখল করে সেখানে ইউকালিপ্টাস গাছ লাগিয়েছেন। এতে করে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া, কেউ প্রতিবাদ করলে তাঁদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
অভিযোগকারীরা শাহিনুর রহমান ও মহশিন আলি বলেন, “আমরা শুধুমাত্র ন্যায্য অধিকার চেয়েছি—রাস্তাটি যেন উন্মুক্ত থাকে। অথচ আমাদের নামেই মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।”
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতলবুর রহমান বলেন, “চলাচলের রাস্তা বন্ধ করা সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক। এটি একটি সরকারি আইডি করা রাস্তা। জনগণের চলাচলের অধিকার কেউ কেড়ে নিতে পারে না।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে গাছ সরিয়ে নেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।